তোমার চোখের গভীরে,
যেন মহাবিশ্বের সব নক্ষত্র থমকে যায়,
সময়ের প্রতিটি কণা হয়ে যায় বদ্ধ,
এক চিরন্তন স্বর্গীয় আবেশে।
তোমার হাসির স্পর্শে,
যেন মৃত্যুও হার মানে জীবনের কাছে,
তোমার ছোঁয়া পেলে মেঘের দল
বৃষ্টি হয়ে ঝরে, শান্তির বুননে।
তোমার পদচারণায় ঝর্ণারা গান গায়,
পাহাড়ের বুক ভেঙে উৎসারিত হয় রূপকথার স্রোত।
তুমি যেন কালের এক ললিত মূর্তি,
যার ছন্দে স্থির হয় পৃথিবীর স্পন্দন।
তোমার কাছে সময়ের কোনো মানে নেই,
মহাকালের ঘণ্টাধ্বনি থেমে যায়
তোমার আঙুলের ইশারায়,
যেন তুমি এক অসীমতার রাণী।
তুমি আছো, তাই বেঁচে থাকা পূর্ণতা পায়,
তোমার অস্তিত্বেই মহাকাল
একটি মুহূর্তে বাঁধা পড়ে—
অমরতা খুঁজে নেয় তোমার মাঝে।
তোমার কাছে মহাকাল থমকে দাঁড়ায় - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য