চিন্তার আকাশে ঝুলে থাকে
অজস্র প্রশ্নের মেঘ।
প্রতিটি ফোঁটায় জমে থাকা
অনুত্তরিত সংশয়,
যা কিনা অদেখা দিগন্ত ছুঁয়ে
মিশে যায় নক্ষত্রপুঞ্জে।

চিন্তা হলো একা পথিক,
যে খুঁজে ফেরে সত্যের আলো।
অন্তর্গত বন্যায় ভেসে যায়
মানবিক আবেগের প্রতিধ্বনি।
চিন্তার ভেলায় ভেসে উঠে
জীবনের ব্যাখ্যাতীত রহস্য।

চিন্তা কখনও আশ্রয় দেয়,
কখনও ছিনিয়ে নেয় বিশ্রাম।
অদ্ভুত এক সুরে বাজে
মস্তিষ্কের অনু আর নিউরনের তারে।
যেন কোনো চেনা-অচেনা সংগীত
বারবার ডেকে যায় অন্তর্দহন।

তবুও চিন্তা রয়ে যায়,
অনন্তের পথে জ্বলন্ত প্রদীপ হয়ে।
মানুষ খুঁজে চলে তার সত্তা,
নিজেকে খুঁজে পায় চিন্তার ফাঁদে,
আবার মুক্তিও খুঁজে নেয়
এই চিন্তার গভীরতারই মাঝে।

চিন্তা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য