মানুষের চোখের পানি, বৃষ্টির পানি,
বন্যার পানি সব মিলিয়ে একাকার,
জীবনের জলে ভাসে মানুষ,
কেউ স্রোতের সাথে, কেউ প্রতিক্ষার দ্বারে।
কেউ ভাসছে অবিরাম বেদনায়,
কেউ ভাসার অপেক্ষায় ক্ষণিক শান্তনায়,
পৃথিবীর বুক জুড়ে কেবলই পানি,
দুঃখের ঢেউয়ে ভাঙছে হৃদয়বৃন্ত, যেন অবশ্যম্ভাবী।
এই জলের খেলায় কারো নেই নিয়ন্ত্রণ,
জীবনের রঙ তবু খুঁজে ফেরে,
কখনো হয় ঝড়, কখনো রোদেলা দুপুর,
তবু সবটাই যে পানির ভিতর ভাসমান।
কেউ ভাসছে ভ্রান্তির জালে,
কেউ ভাসার অপেক্ষায় নতুন আলো খোঁজে,
এই পানির গল্পে শেষ নেই কাহিনী,
তবু আশার প্রদীপ জ্বলে, জেগে থাকে অনুপ্রেরণা।
পানির গল্প - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য