প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে,
প্রকৃতির এক একটি রহস্যময় গল্প।
নীরব ভাষায় বলে যায় সুরের রাগ,
শুধু শোনার কান চাই— মন চাই।
গোধূলির আলোয় রঙিন যে পাপড়ি,
তা কি জানায় সূর্যের বিদায়ী মর্ম?
সকালের শিশিরে ভেজা গন্ধরাজ,
তা কি আনে জীবনের নবজাগরণের বার্তা?
একটি গোলাপ, লালচে অভিমানী,
তার কি স্মৃতি কোনও ভালোবাসার?
অথবা বকুল, ক্ষুদ্র অথচ মধুর,
সে কি জানে বিনয়ের শাশ্বত সৌন্দর্য?
জুঁইয়ের শুভ্রতায় লুকিয়ে শুদ্ধতা,
গোলাপজলের মতো নির্মল গভীরতা।
প্রতিটি ফুল যেন প্রকৃতির এক পাণ্ডুলিপি,
জীবনের মঞ্চে অনন্ত অভিনয়।
আমরা দেখি, ছুঁই, সুবাস নেই,
তবু বুঝি না গল্প, জানি না ব্যথা।
প্রকৃতি ডাকে, পাপড়ি ফাঁকে ফাঁকে,
শুধু শুনতে জানো— গল্প বয়ে যায়।
প্রকৃতির গল্প - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য