এমনি করে একদিন  
সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে,  
চোখের পাতায় জড়ানো রঙিন আলো,  
হারিয়ে যাবে কুয়াশার মতন।  

আকাশের নীলে যে মেঘগুলো ছিল  
সেসব আর কোনোদিন ফিরে আসবে না,  
পাহাড়ের ঢাল বেয়ে নামা স্রোত  
চুপ করে থেমে যাবে কোথাও।  

দু'চোখের ভেতর যে আশার বীজ  
তাও হয়তো মাটি খুঁজে পাবে না,  
চাঁদের আলোয় যে গল্পগুলো লেখা  
তারা হারিয়ে যাবে রাত্রির গভীরে।  

এমনি করে একদিন  
সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে,  
শুধু থাকবে কিছু অন্ধকার স্মৃতি  
আর বুকের গভীরে চাপা আর্তনাদ।  

হয়তো এটাই নিয়তি আমাদের,  
স্বপ্নের পথ ধরে চলা,  
আর শেষে নিঃশব্দে হারিয়ে যাওয়া  
মৃত্তিকার চিরন্তন বুকে।


স্বপ্নের নিঃশব্দ প্রস্থান- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য