তুমি আসবে বলে,
অপেক্ষায় কাটে দীর্ঘ রাত,
চাঁদ ঝিমিয়ে পড়ে ক্লান্তির আঁচলে,
তবু জেগে থাকে তারার পলকহীন চোখ।
ঐশ্বর্যে ঈর্ষান্বিত হয়ে,
ঝরে যায় বাতাসে কিছু ফুল,
গন্ধের ডালায় জমে ক্ষোভের স্মৃতি,
তবু মন বলে—তুমি আসবে।
অবেলায় ঝরে পড়া ফুলগুলোও,
শুধু তোমার ছোঁয়া পেতে ব্যাকুল,
তারা জানে, তোমার পথের ধূলি হতে পারাই,
তাদের পরম মোক্ষ।
তুমি আসবে বলে,
আলো আর অন্ধকারের দ্বন্দ্বে,
মনে জাগে হাজার প্রশ্নের ঝড়,
তবু একটাই উত্তর—তোমার অপেক্ষা।
অপেক্ষার ঐশ্বর্য - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য