অনেক হয়েছে সংস্কারের ঢঙ,
ফাঁসির মঞ্চ গড়ে দেবে জনগণ!
গলাবাজি করে বিপ্লব হয় না,
বিপ্লব আসে আগুনের ঝড় নিয়ে!
মাননীয় প্রধান উপদেষ্টা,
ও স্বরাষ্ট্র উপদেষ্টা,
অপরাধ সামলাতে না পারলে
সিংহাসন ছেড়ে পালান!
নইলে বিদ্রোহের আগুনে
ঝলসে যাবে আপনাদের রাজপ্রাসাদ!
রক্ত দিয়ে চুক্তি লেখা হয়েছে,
আর গণতন্ত্রের লাশ আমরা বইবো না!
খুন, গুম, ধর্ষণের জঞ্জাল জমেছে,
এবার ঝড় উঠবে ধ্বংসের!
শাসকের মুখোশ ছিঁড়ে ফেলা হবে,
নির্লজ্জ দম্ভ মাটিতে গুঁড়িয়ে যাবে,
তোমাদের রাজত্বের শেষ লিখবে—
জনতার রক্তাক্ত হাত!
বিদ্রোহ আসছে! বিপ্লব আসছে!
সিংহাসন এবার আগুনে পুড়বে,
আর আমরা—
শুধু ন্যায়ের জ্বলন্ত সূর্য হবো!