আমাকে বলা হলো—
"তুমি দুনিয়ায় কি চাও?"
আমি বলি—
"সুখ, শান্তি, প্রশান্তি।"

আবার বলা হলো—
"আর কি চাও?"
আমি বললাম—
"বাড়ি, গাড়ি, নারী।"

তিনি বললেন—
"সব কিছু আমার হুকুমের দাস,
সুতরাং লুটিয়ে পড় সেজদায়!"

অতঃপর আমি নত হলাম,
মাথা রেখেছি মাটির বুকে।
দেখলাম—
আমার রব আমাকে দিয়ে দিলো সব,
যা চেয়েছিলাম,
আর যা চাইনি,
তাও মিললো তাঁর করুণায়।

অবশেষে বুঝলাম,
সেজদার মাঝে লুকিয়ে আছে সমস্ত চাওয়া,
আর তাতেই নিহিত সকল পাওয়া।

#কাব্য