আজি সৃষ্টির মহানন্দে
সৃষ্টায় হাসে সৃষ্টি।
ধরা যেন পূর্ণিতে ভাসে,  
চঞ্চল হাওয়া, দখিনা বায়ু,  
স্বর্গ হতে ঝরে আলোর কণা,  
মাটির বুকে স্নিগ্ধ ভালোবাসা।  

নীরব আকাশ ভরে ওঠে হাসিতে,  
মেঘের মিষ্টি আলিঙ্গনে,  
বৃক্ষরাজি দোলে নীরবে,  
ফুলেরা ঝরে অনন্ত রঙে,  
আবার নতুন করে জন্ম নেয় পথে।  

মাটির বুকে খেলা করে জীবন,  
সৃষ্টির মর্মর, সৃষ্টির কোলাহল,  
মনে হয় যেন নতুন স্বপ্নে,  
সৃষ্টায় হাসে সৃষ্টি,  
যেন দু’হাতে আঁকে অনন্ত সৃষ্টি।  

কোন এক অদৃশ্য সুরে,  
চলমান প্রাণের ঝর্ণাধারা,  
জগতের ধ্বনির স্পন্দনে,  
আজি সৃষ্টির মহানন্দে  
সৃষ্টায় হাসে সৃষ্টি।  

সৃষ্টার মহানন্দ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য