তুমি যত্ন কইরা রাইখা দিলে
আমার আর যাওয়ার সাধ্য কই!
তোমার চোখের পলকে বন্দি হইয়া,
আমি হারাই নিজের মনেরই কোনে।
তোমার আদরে গড়া মায়ার গহীনে,
চুপ কইরা বসে থাকি অবুঝ সময়।
জানলার ফাঁকে ফেলে আসা বেলা,
আলোছায়ার মাঝে দেখায় তোমায়।
তুমি যদি ছুঁইয়া দাও আমার অস্তিত্বে,
সব দুঃখ পুড়াইয়া ছাই হয়।
তুমি যত্ন কইরা রাইখা দিলে,
আমার স্বপ্নও হয়ে যায় নির্ভয়।
তোমার আলোর ছোঁয়ায় আমি বাঁচি,
তোমার ছায়ায় পাই প্রশান্তি।
তুমি যত্ন কইরা রাইখা দিলে,
আমার আর যাওয়ার সাধ্য কই!
যত্নের মায়াজাল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য