গরুর মূর্তি বানাইয়া পূজা করো,
জিন্দা গরু ভাসায় দিয়ে!
এ কেমন ভক্তি তোমার?
আর কত ভণ্ডামি সইবো বলো!
মাটির মূর্তি, তোমার চোখে দেবতা,
জীবন্ত প্রাণ, তারে করো অবহেলা।
পথে পথে ঘোরে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত,
তার জন্য কি আছে তোমার দয়া?
পূজা করো, মূর্তির সামনে প্রণাম,
কিন্তু জিন্দা প্রাণ, করো না সম্মান।
মূর্তি তোলা উঁচু মঞ্চে, দাও কদর,
জীবন্ত প্রাণ, কেন তারে করো অবহেলা?
এ কেমন ভক্তি তোমার?
আর কত ভণ্ডামি, বলো, সইবে এই সমাজ?
সম্মান করো জীবনের প্রাণকে আগে,
মূর্তিতে নয়, দাও প্রাণকে ভালোবাসা।
বাঁচাও জীবিত প্রাণটাকে,
মূর্তির পেছনে কেন এত উন্মাদনা?
শুধু মাটির মূর্তির পূজা নয়,
প্রকৃত ভক্তি করো, জীবনের প্রাণে,
অথবা ভণ্ডামি ছাড়ো, আর সৎ পথে চলো,
মানুষের ভেতরে দ্যাখো দেবতার আলো।
ভক্তির ভণ্ডামি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য