মানুষ মরে গেলে দেহ পচে,
মাটির সাথে মিশে যায় অন্ধকারে,
শরীর হয় নিস্তেজ, ধূলির সমান—
কালের চক্রে সব মিলিয়ে একাকার।
কিন্তু বেঁচে থাকলে হৃদয়,
আলো হয়ে ঝলমল করে অস্তিত্বের মায়ায়,
স্মৃতির ভাঁজে জমা থাকে কথারা,
অবহেলায়, ভালোবাসায়—অন্তরের অলিন্দে।
এই হৃদয়, এই বেদনা,
যা মানুষকে করে মহীয়ান,
মৃত্যু তুচ্ছ করে দেয় যা বাঁচার আসল মানে,
মানুষ মরে গেলে দেহ পচে, বেঁচে থাকলে হৃদয়!
হৃদয়ের চিরন্তন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য