বিষাদ বৃক্ষে'র যত শত ফুল,
তোমারে দেখিতে হইলো ব্যাকুল।
অশ্রুতে ভিজে যে পাপড়ি খুলে,
সেখানে আঁকা প্রেমের আকুল।
রাতের আঁধারে লুকানো গন্ধ,
তোমার ছোঁয়ায় পায় জীবনের দ্বন্দ্ব।
বিষাদের রঙে রঙিন যে শাখা,
তোমার হাসিতে খুঁজে পায় রাখা।
কোথা থেকে এলে, কে দিল ডাক?
বিষাদের মাঝে জাগালে স্বাদ।
তোমার চোখে যে স্বপ্নের আলো,
ফুলেরা জানে তার চিরন্তন তাল।
বিষাদের বৃক্ষ, বিষাদের ফুল,
তবু তুমিহীন এ হৃদয় পাথুরে মূর্ত।
তোমারে দেখিতে চিত্তের সুর,
হয়ে উঠে যেন বসন্তের মধুর।
বিষাদ বৃক্ষে'র ফুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য