চাঁদ উঠেছে আজ, ঝলমলে আলো,
শূন্য ঘর জুড়ে নিঃসঙ্গতা কালো।
যাদের বাবা নেই, যাদের মা নেই,
ঈদের খুশিতে ওরা আজ কোথায়?

হাসির আবরণে লুকানো ব্যথা,
স্মৃতির আঙিনায় জমে আছে কষ্ট।
ঈদের নতুন জামা পরবে যারা,
তাদের মাঝেও ফাঁকা পড়ে কারা!

মনে পড়ে বাবার শাসনস্নেহ,
মায়ের আদরে লেপ্টে থাকা গন্ধ।
আজ তারা শুধু স্মৃতির রেখা,
চাঁদ রাত যেন নিঃসঙ্গ এক সেতু।

তবু দোয়া করি, ভালো থাকুক ওরা,
আকাশের ওপারে, অন্য কোনো ভোরে।
এই ঈদের চাঁদ আলোকিত করুক,
হারিয়ে যাওয়া প্রিয় সব মুখ।

#কাব্য