শব্দেরা হারিয়ে যায় অন্ধকারের গলিতে,
যেখানে কাফি'রা আলোকে গিলে খায়।
কলমের কালি ম্লান হয়ে পড়ে যখন,
হিরো আলমেরা হয় সাহিত্যের দায়!

বইমেলার পথে দেখি অদ্ভুত দৃশ্য,
লেখার নামে লুচ্চামির জাল বিস্তার।
তাদের হাতে নেই জ্ঞানের মশাল,
তবু লেখকের খোলসে সাজে বারবার।

প্রকাশকের টেবিলে বসে হাসে কাফিরা,
তাকে আমরাই দিয়েছি এই মঞ্চ,
কিন্তু তার বইয়ে নেই কোনো জীবন,
শুধুই শূন্যতা, ফাঁপা এক বঞ্চ!

সত্যিকারের লেখকরা কোণঠাসা আজ,
তাদের ভাষা হারিয়ে যায় কোলাহলে।
প্রশ্ন জাগে মনে, এ কেমন বিচার?
কেন জ্ঞানের আলো নিভে যায় কালো ছলে?

তাই বলি, এখনো সময় আছে হাতে,
গুরুত্ব দাও প্রকৃত লেখনীর মান।
যারা শুধু শোরগোল তোলে মিথ্যে দিয়ে,
তাদের দিও না সম্মানের স্থান!

হারানো শব্দের আর্তনাদ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য