তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়,
চোখের পলক মেলে নিতে মন চায় না।
সেকি মোর অপরাধ?
তোমার স্নিগ্ধ মুখের রেখায়
অবিরত মুগ্ধতা খুঁজে ফিরি,
তোমার হাসির আভায়
পৃথিবীর সব দুঃখ ভুলে যাই।
তুমি সুন্দর, তাই দেখতেই হয় প্রিয়,
তোমার চলার মৃদু গুঞ্জনে
হৃদয়ে জাগে এক সুরের ঝংকার।
তোমার চোখের গভীরে
দেখি অচেনা এক নীল আকাশ,
যেখানে হারিয়ে যেতে চায় মোর প্রাণ।
সেকি মোর অপরাধ?
তোমার সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে
হারিয়ে ফেলি বাস্তবের ঠিকানা।
তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়,
জানি না, এ নজর তোমায় বিরক্ত করে কি না,
তবু জানি, এই মুগ্ধতা
তোমারই সৃষ্টি।
তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়—
সেকি মোর অপরাধ?
তোমার সৌন্দর্য যেন জীবনের আশীর্বাদ,
তোমাকে দেখার মাঝেই
পাই বেঁচে থাকার এক অনন্ত অর্থ।
সৌন্দর্যের অপরাধ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য