আবার এলো যে সন্ধ্যা,
আকাশের কোণে ম্লান আলো,
পাখির ডানায় দিনের ক্লান্তি,
ফিরে চায় বাসায়, নিঃশব্দে কলো।
নদীর তীরে বাতাসে সুর,
গোধূলির রং ছুঁয়ে যায় মন,
গাছের পাতায় দোলা লাগে,
জীবনের মত, এক মধুর স্পন্দন।
গ্রামের পথ ধুলো মেখে,
ফিরে আসে গরুর পাল,
বৃদ্ধের চোখে শান্তি খুঁজে,
হারানো দিনের স্মৃতি নূতন কাল।
এমনই এক সন্ধ্যা,
জীবন থেমে যেন ভাবনায় মগ্ন,
সময় কাঁদে, সময় হাসে,
এ গোধূলি যেন চিরন্তন মন্ত্র।
তুমি এসেছিলে একদিন,
ঠিক এমনই এক মায়াবি লগ্নে,
আজ সন্ধ্যা বলে, তুমি কোথায়?
হারিয়ে গেলে কোন স্বপ্নে?
আবার এলো যে সন্ধ্যা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য