চা পান করি,
চায়ের মত নারী,
তোমার কপালে টিপ,
সুন্দর এক ছবি।

গন্ধ মাখা ধোঁয়া,
মিষ্টি চায়ের ঘ্রাণ,
তোমার হাসি যেন,
আনন্দের বর্ষণ।

বিকেলের আড্ডায়,
চায়ের সাথে তুমি,
স্বপ্নের মত মধুর,
এই জীবনের রুমি।

চায়ের কাপে ফেনা,
তোমার কপালে টিপ,
দুটোই মিলিয়ে যেন,
অপুর্ব এক রূপ।

চা আর তুমি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য