প্রেম নিয়ে কত শত কবি, কত কাব্য করলো,
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো।
ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন,
প্রেম নিয়ে মাতামাতি—শুধুই আদিখ্যেতা!
কিন্তু রাতের একাকীত্বে, চাঁদের আলোয়,
হৃদয়ের নিঃশ্বাসে কার যেন ছায়া পড়ে যায়!
যে স্পর্শ কখনো চাইনি, সে-ই কি আজ
অনুভূতির শিকড়ে গেঁথে যায়?
প্রেম তো নিছক এক মায়ার খেলা,
তবু কেন হারিয়ে যাই তারই জটিল জালে?
শপথ ছিল, থাকব একা—নির্লিপ্ত, নিরাসক্ত,
তবু কেন হৃদয় খোঁজে তার পরিচয়?
হয়তো প্রেম আসলেই মোহের আড়াল,
কিংবা নিঃসঙ্গতার এক নির্মম জাল।
তবু কেন কবি হয়ে আমি আজও লিখি,
প্রেম নিয়ে মাতামাতি, হাহাকার, আবেগের নীতি!
প্রেম নিয়ে মাতামাতি শুধুই আদিখ্যেতা! - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য