হায়েনার দল নারীদের ছিঁড়ে খাচ্ছে,
পাকিস্তান আমলকে হার মানাচ্ছে।
বিভৎস রাষ্ট্র,
যেখানে শান্তি পূর্ণ সভাসমাবেশে
চালানো হয় রাষ্ট্র হতে গুলি।
অবলা নারীর ক্রন্দন শুনে,
আকাশও কেঁদে ওঠে,
তবু নীরব এই রাষ্ট্রের চোখ,
সত্যি কি শাসন চলে এমন করে?
নারীর সম্মান যেখানে মাটির সমান,
বিপ্লবীদের রক্ত যেখানে
শান্তির বদলে বহে অশ্রু নদী,
সেই রাষ্ট্রের দিন কি শেষ হবে না?
হায়েনার দলে, মানবতার অস্তিত্ব নেই,
বিভৎসতা আর অমানবিকতার ছাপ,
যেখানে নারীদের নিরাপত্তা নেই,
সেই রাষ্ট্রের পরিণতি কি শুধুই অন্ধকার?
বিভৎস রাষ্ট্র - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য