সুখ কি কখনো চাওয়া মতো আসে?
এ তো লুকিয়ে থাকে সময়ের কোণায়,
হাসির মাঝে মিশে থাকে ব্যথার মত,
হাতে পেতে চাইলে, চুরি করে নিতে হয়।
দুঃখ?
সে তো সারাক্ষণ পাশে,
পৃথিবীর প্রতিটি পথে,
সবার জন্যে বরাদ্দ,
কখনো একা, কখনো জনতার ভিড়ে,
তবুও সে নিজের পরিচয় দেয়,
মনের ভেতর নীরবে বাস করে যায়।
সুখ তবু অধরা,
সন্ধানে থাকলে মেলে না,
তাকে পেতে হলে ছিনিয়ে নিতে হয়,
কারও চোখের পলকে, কারও ভালোবাসার ভাঁজে,
চুরি করতে হয় নীরবেই,
তবেই মেলে একটু রঙিন আলো।
দুঃখ, সে অপেক্ষা করে,
কোনো দাবি ছাড়াই থাকে প্রাপ্য,
তার উপস্থিতি অবশ্যম্ভাবী।
সুখ চুরি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য