হৃদয়ে থেকো নজরুল, আলো হয়ে জীবনের পথে,
তোমার বাণী যেন জ্বলে চিরকাল শপথে।
বিদ্রোহের মশাল তুমি, জাগ্রত এক চেতনা,
তোমার গানেই খুঁজে পাই মুক্তির এক দিশা।
বন্দনার সুরে তুমি দুলিয়েছো ভুবন,
তব প্রেমে মুগ্ধ হলো দুঃখ ভরা জনমন।
শোষিতের কান্নায় তুমি সুর তুলেছো নীরব রাতে,
তোমার কথা গর্জে ওঠে বিজয়ের মহিমাতে।
ধর্মের বাঁধন ভেঙে দিলে মিলনের গান,
মানবতার মুক্তির তরে হলে ত্যাগের দান।
তোমার কবিতায় মেলে আশার আকাশ,
তুমি তো আমাদের দিশারি, স্বপ্নের উপনিবেশ।
হৃদয়ে থাকো চিরকাল, নজরুল তুমি মহান,
তোমার প্রেমে বাঁধা পড়ুক সমগ্র জগৎ ধ্যান।
বিদ্রোহ আর প্রেমের সুরে জাগাও চিরকালের আলো,
তোমার দেখানো পথে চলি, ছড়াই মানবতার মালা।
উৎসর্গ : প্রাণের কবি স্যার কাজী নজরুল ইসলাম।
হৃদয়ে থেকো নজরুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য