এসো মুক্ত হাওয়া এসো
হৃদয় মন্দিরে এসো।
সেথায় ডালে ডালে কৃষ্ণচূড়া ফুটে;
কোকিল কুউহু কুউহু ডাকে।
প্রকৃতির মিলন মেলায়, মিলিত হয় সুখ
দুঃখ রেখনা পুষে,আজি আনন্দ উল্লাসে।
বইড়বি হাওয়া, সুন্দরী তমা;
সুন্দর নীল আকাশ, ভাসে মেঘের ভেলা।
এসো মুক্ত হাওয়া এসো
হৃদয় মন্দিরে এসো।
সবুজ অরন্যের ভিতর সজীব প্রান ডাকে।
সজীবতায় প্রাণ, ঐশ্বরিক দান।
সজীব প্রাণ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য