জীবনের কর্তৃত্বে অস্তিত্বের মৃত্যু
অস্তিত্বের অন্ধকারে বেজে ওঠে শূন্যতা,
জীবনের প্রতিটি বদ্ধ ঘরে নীরবতা মুছে যায়,
আত্মার কোণ থেকে এক এক করে উঠে আসে
জঘন্যতম পাপের স্মৃতি, দগ্ধ হৃদয়ের আহ্বান।

এ কি শুধুই পাপের অমোঘ ছায়া?
নাকি নিজেরই ভিতরে গহীন আত্মহনন?
শত শত ক্ষণে নিজেকে খুঁজতে গিয়ে,
নিজেরই আয়নায় দেখেছি অন্ধকারের ছায়া।

জীবনের পথে যে খুঁজেছিলাম আলো,
আজ সেখানে নিভে গেছে সব প্রতিশ্রুতি,
আত্মার গভীরে রয়ে গেছে কেবল শূন্যতা,
যেখানে পাপের সাথে আত্মহত্যারও নেই কোনো পার্থক্য।

কোন পথেই যেন ফিরে আসে না আলো,
পাপের ভারে, আত্মার গহীন কালো অন্ধকারে
নিঃশব্দে মুছে যায় আত্মার গান।
এ কি শুধুই পাপ না আত্মহননের অদৃশ্য ক্ষয়?

আত্মার গহীন কালো - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য