সুন্দরী কন্যা, তোমার চোখ
মায়াবিনী হরনি,
যে চোখের দিকে তাকাই
হৃদয় মোর থমকে যায়।
তোমার চোখের তারায়
জোনাকি জ্বলে,
তোমার চোখের পাতায়
প্রেমের বন্যা বয়ে যায়।
তোমার চোখের ইশারায়
আমি হারিয়ে যাই,
তোমার চোখের কথায়
আমি মোহিত হই।
সুন্দরী কন্যা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য