সময়ের সাথে সাথে সব পাল্টে যাই,
যেমন পাল্টে গেছো তুমি!
কুয়াশা ভেজা ভোর
যেমন পাল্টে যায় রোদ্দুরে,
তেমনি তুমি পাল্টে গেছো জীবন হতে।
মনে আছে সেই দিনগুলো?
হাতে হাত, মনে প্রেমের আঁচড়,
স্বপ্নের আকাশে উড়ে বেড়ানোর আনন্দ।
কথা ছিল, থাকবো চিরকাল কাছে,
একে অপরের হাত ছাড়ব না কখনো।
কিন্তু সময়ের ধারায় সব কিছু বদলে গেল।
তুমি হয়ে গেলে অন্য,
আমি হয়ে গেলাম একা।
কুয়াশার মতো তোমার ভালোবাসাও
হারিয়ে গেল রোদের আলোয়।
এখন শুধু স্মৃতির টুকরো আর অশ্রুজল,
সঙ্গী আমার একাকীত্বের।
সময়ের সাথে সাথে সব পাল্টে যাই,
হারিয়ে যায় সব সুখ, সব ভালোবাসা।
তবুও মনে আশা, একদিন হয়তো,
ফিরে আসবে সেই দিন,
যখন ছিলাম আমরা এক,
ভালোবাসার আঁচড়ে গাঁথা।
কিন্তু কে জানে, সময়ের খেলা কেমন?
হয়তো কখনোই হবে না পূর্ণতা,
থাকবে শুধু হতাশার দীর্ঘশ্বাস,
একাকীত্বের বেদনার অশ্রুজল।
সময়ের সাথে - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য