সময়ের সাথে সাথে সব পাল্টে যায় বলো,
যেমন পাল্টে গেছো তুমি!
কুয়াশা ভেজা ভোর
যেমন পাল্টে যায় রোদ্দুরে,
তেমনি তুমি পাল্টে গেছো জীবন হতে।
মনে আছে কি সেই দিন?
যখন প্রথম দেখা,
মন ছুঁয়ে গেল তোমার হাসি।
কথা ছিল অবিরাম,
স্বপ্ন ছিল একই আকাশে।
কিন্তু সময়ের চাকা থামে না কখনো,
পরিবর্তনের ঝড়ে ভেঙে গেলো সব স্বপ্ন।
তুমি হলে এখন অন্য,
আমি হলাম একা,
ভেঙে গেছে প্রতিশ্রুতি,
মনের কোণে শুধুই বেদনা।
সময়ের সাথে সাথে সব পাল্টে যায়,
পাল্টে যায় মানুষ,
পাল্টে যায় মন।
কিন্তু স্মৃতিগুলো থাকে চিরকাল,
ব্যথার সাথে মিশে থাকে এক অদ্ভুত সুর।
সময়ের খেলা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য