সমুদ্র যেনো আমার প্রিয়তমা,
নীল অঞ্চল তার অপরূপ আঁচল।
ঢেউয়ের গানে তার মধুর কলতান,
হৃদয় ছুঁয়ে যায় অমলিন স্পর্শন।
খেলা করে সে নীল রঙের শাড়ি,
সাদা ফেনার মাঝে মুক্তার হার।
সূর্যের আলোয় তার অপরূপ ঝলক,
চাঁদের আলোয় রহস্যময় আলোক।
কখনো রুদ্রমূর্তি, কখনো শান্ত,
কখনো আবার মৃদু হাসিতে ভরা।
মনের ভাবনার সাথে তার তাল মিলিয়ে,
হারিয়ে যাই অপরূপ রূপে ভরে।
সমুদ্র তুমি আমার অন্তরের গান,
তোমার স্পর্শে জীবন পায় প্রাণ।
তোমার কোলে চাই হারিয়ে যেতে,
ভুলে যেতে সব দুঃখের কথা।
একদিন হয়তো তোমার বুকে,
শান্তিতে ঘুমিয়ে যাবো চিরকাল।
সমুদ্র তুমি আমার প্রিয়তমা,
তোমার ভালোবাসায় ভরা আমার জীবন।
সমুদ্র যেনো আমার প্রিয়তমা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য