কিছু স্মৃতি কখনো ছেড়ে যায় না,  
সমুদ্রের লবণের মতো,  
জীবনের সাথে মিশে থাকে,  
যা সারাজীবন বয়ে বেড়াতে হয়।  

কখনো পায়ের তলায় নুড়ি হয়ে চিমটি কাটে,  
কখনো আকাশের নীলে বৃষ্টির ছোঁয়া হয়ে নামে।  
অন্ধকার রাতে একাকিত্বের সঙ্গী,  
আলোর ভোরে নতুন দিনের গান।  

স্মৃতিরা কখনো পুরনো হয় না,  
প্রেমের গল্পে ফেলে আসা দিন,  
তারা থেকে যায় হৃদয়ের গহীনে,  
একটি কাব্য হয়ে, জীবনের প্রতিটি অধ্যায়ে। 

কিছু স্মৃতি কখনো ছেড়ে যায় না - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান। 
#কাব্য