মুখে হাসি, চোখে জ্যোৎস্না,
নামে সুমাইয়া, ছোট্ট মেয়ে মনোমুগ্ধকরা।
কচি কচি হাত, পা দুটো,
চলতে শেখে, দুষ্টুমি করে বারবার।

মায়ের কোলে, বাবার কাঁধে,
খেলা করে, গান গায় মধুর সুরে।
ইশকুলের পথে, পা ছুটিয়ে,
জ্ঞানের আলোয়, ঝলমলে তার মন।

বন্ধুদের সাথে, আড্ডা দেয়,
হাসি-খুশিতে, দিন কাটে তার।
সুমাইয়া, তুমি আশার আলো,
আমাদের সবার, প্রিয়তম মানুষ।
বড় হয়ে ওঠো, সুন্দরী তুমি,
জয় করো জীবন, সবার মন জয় করো।

সুমাইয়া - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য