সব শেষে যে তোমারে পাইলো,
সে তোমার মনের মতি পাইলো।

জীবনের ঝড়ো বাতাসে,
তোমার হাত তার হাতে থাকুক পাশে।

যেখানে শোকের মেঘ ঝোলায়,
সেখানে তার ভালবাসা তোমারে আলোয় ভাসায়।

সব দুঃখ কষ্ট ভুলে যাওয়া,
সে যেন তোমারে আগলাইয়া রাখুক ।

সবশেষে যে তোমারে পাইল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য