ঘুমাও তুমি, চাঁদের মতই একা,
নক্ষত্রেরা দূরে, ছায়ার রেখা।
শীতল আলোয় ঢেকে যায় ব্যথা,
তবু কি জানা যায় নিঃসঙ্গ কথা?
চাঁদও একা, রাতে জেগে থাকে,
আকাশের বুকে নীরবতা আঁকে।
তুমি কি তবে সেই চাঁদের সাথি,
নিঃসঙ্গতার মাঝে জ্বালাও প্রদীপ?
তোমার ঘুমে কি স্বপ্নের সুর বাজে,
নাকি নিরব রাতে কান্না লুকিয়ে সাজে?
চুপচাপ দেখো, জানালার ওপারে,
চাঁদও জেগে আছে তুমিহীন হারিয়ে।
ঘুমাও তুমি, তবু অশান্ত মনে,
চাঁদ ছুঁতে চাও, পৌঁছাও না কখনো।
নিঃশব্দ রাত, নক্ষত্রের ছায়া,
তুমি চাঁদ হয়ে একাকীত্ব চেয়েছো মায়া।
ঘুমাও তুমি চাঁদের মতই একা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য