এদেশের সিস্টেমই এমন,
যেখানে ন্যায় নীরব, অন্যায় উল্লাসে হাসে।
হাসনাত সাহেব, আপনিও জানেন,
কতটা মধুর ক্ষমতার নেশাময় স্বাদ।

মজলুমের চোখে জল ঝরে,
অন্যায়ের ঘা সয়ে সয়ে—
অভিযোগের আকাশ বুজে যায়,
কিন্তু সিস্টেমের দেয়াল অটল থাকে।

কিন্তু, একদিন সেই মজলুমও
হাত বাড়ায় ক্ষমতার পানে,
তার হৃদয় ভরে ওঠে
জালেমের শক্তি ও অহংকারে।

হাসনাত সাহেব, এদেশের সিস্টেমই এমন—
ন্যায়ের বীজ যেখানে মরে যায়,
তন্ত্রের মায়াজাল যেখানে মানুষকে
মানুষের বিরুদ্ধে দাঁড় করায়।

আমাদের সমাজে ন্যায় কি এক রূপকথা?
অন্যায়ের পথ কি একমাত্র পথ?
জানি না, কিন্তু জানি—
সিস্টেমই শাসক, আর আমরা তার দাস।

দাস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য