তোমার জন্যই
শাহবাগের গন্ধরাজ, রজনীগন্ধা,
গোলাপের হাসি আর ঝরা পাপড়ির গল্প
থামিয়ে দিতে হচ্ছে।
তোমার জন্যই
প্রতি ভোরে ফুলের ঝুড়ি সাজানোর
প্ল্যান হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষের
স্বপ্নগুলোও ভেঙে দিতে হচ্ছে।
তোমার জন্যই
চুক্তিপত্রের শব্দগুলো
প্রেমের মতো আবেগহীন হয়ে যায়,
কাগজে লেখা লাইনগুলো
গল্প হারানো কবিতার মতো
বেদনাহত হয়ে যায়।
তোমার জন্যই
ফুলের দোকানের সেই ছোট্ট কোণ
যেখানে আমাদের হাত ছুঁয়ে যেত,
কথারা জমা হতো;
সেই জায়গা হারিয়ে গেছে।
তোমার জন্যই
এখন শাহবাগ একা দাঁড়িয়ে থাকে,
ফুলেরা জবাব দেয় না আর,
চুক্তিপত্রের গল্পটা
বাতাসে মিলিয়ে যায়।
তবু জানি,
তোমার স্পর্শে
ফুলের গন্ধ ছড়ায়।
তোমার কথায়
শাহবাগ বেঁচে ওঠে।
তোমার জন্যই
যদি শাহবাগ নীরব হয়,
তবে সে নীরবতায়ও
আছে ভালোবাসার প্রতিধ্বনি।
শাহবাগের নীরব ফুল - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য