দুরে যাওয়া তোমার ছোঁয়া,
আমার মনে পুরানো পাওয়া।
ফিরে দেখা না হলেও তুমি,
আমার স্মৃতির পানে অবিরাম।

শোকের কোণে যদি ভেসে থাকে,
আমার শখের কতো কথা।
ভালোবাসা সুখের সঙ্গীনি,
অবিচ্ছেদে মন কাঁপে থথা।

আর দেখা হলেও যদি না হোক,
জানি তুমি আমার কাছে সবসময়।
তোমার ছায়া, তোমার আলো,
আমার জীবনের অমূল্য অভিময়।

শখের পুরুষ - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য