হে বিদায়ী বীর,  
তোমার এই ত্যাগ তোমাকে অমর করে রাখবে।  
আজীবন মনে রাখবো তোমার নাম,  
আবু সাঈদ, প্রথম শহিদ কোটা সংস্কার আন্দোলন।

তোমার রক্তের অক্ষরে লেখা  
একটি ইতিহাস, এক মহাকাব্য,  
যা যুগে যুগে প্রেরণা হয়ে থাকবে,  
আমাদের সকলের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।  

তোমার সাহস, তোমার আত্মত্যাগ,  
আমাদের পথ দেখাবে,  
যে পথে তুমি হেঁটেছ,  
সেই পথেই আমরা নতুন দিনের স্বপ্ন দেখবো।

হে বীর, তোমার স্মৃতি আমাদের শক্তি,  
তোমার নাম হবে চিরকালীন গৌরবের চিহ্ন।  
বল বীর চির উন্নত মম শির।

শহীদ আবু সাঈদ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য