একটি জনপদ যেখানে জুতো আর পথের মাটি মিশে গেছে,
পায়ের ধুলোয় ঢাকা পড়া কালের সাক্ষী তারা।
প্রতিটি জুতো, একটি গল্প, একটি আশ্রয়হীন আশা,
জীবনের কতটুকু কষ্ট মিশে আছে তাদের পাতা।
নির্জন রাস্তায় ছড়িয়ে থাকা স্যাণ্ডেল আর জুতো,
তাদের নিঃশব্দে বলে যাওয়া কথা শোনা যায় না।
মানুষের হট্টগোল, ক্লান্তি আর বেদনা,
তাদের চিহ্ন রেখে গেছে কাদায় মিশে থাকা।
জুতোর ফাঁকে ফাঁকে মিশে আছে স্বপ্ন ভাঙ্গার আওয়াজ,
কতো যে নির্ঘুম রাত কেটেছে তাদের পাশে বসে।
জীবনের কঠিন যাত্রাপথে চলা পায়ের চাপ,
তাদের নিস্তব্ধ জগতে এক একটি অধ্যায় গেঁথে।
কতো জুতো ছুটে গেছে এগিয়ে, ফিরে আসার অপেক্ষায়,
তাদের পিছুপিছু ঝড়ে পড়েছে বিষাদমাখা বেলা।
কেউ কেউ রেখে গেছে জুতো ফেলে, না ফেরার দেশে,
তাদের অভিমানী চিহ্ন খুঁজে মাটির নিচে।
এই জুতোর গল্পগুলো পড়ে আছে কাদার মাঝে,
কেউ জানে না তাদের যন্ত্রণা, তাদের ব্যথা।
কুমিল্লার পথে পড়ে থাকা এই নীরব জুতো,
তাদের অসীম কষ্টের গল্প কি কেউ শুনবে কভু?
নির্জন পথে পড়ে থাকা জুতা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
৩ আগস্ট, কুমিল্লা