প্রেমময় শানু, তুমি আলোর ধারা,
তুমি অন্ধকারে ঝলমলে উঠা তারা।
তোমার চোখের দৃষ্টিতে মোর আনন্দের খনি,
তুমি আমার মনের মতো স্বপ্নময় বন্যা।

প্রেমময় শানু, তুমি মৃদু সপ্ত সুরের গান,
বৃষ্টির মাঝে শুনি তোমার মাধুর মূর্চ্ছনা।
চাঁদের সাথে তুমি নাচো আকাশে ঊপর,
প্রেমময় শানু, তুমি নিত্য নবীন আলোক পর।

তোমার হাসিতে লুকানো মোর প্রেমের কোন,
চেনা যেন মুছে যায় অজানা এই মন।
বাতাসে তোমার গন্ধ, ঝরা পাতায় তোমার ছোঁয়া,
প্রেমময় শানু, তুমি মোর প্রাণের প্রাণ হরা।

প্রেমের মাঝে তুমি নবীন উদ্গম ঘনিষ্ঠ,
প্রেমের ভাষায় তুমি অমৃতের মিষ্টি।
প্রেমময় শানু, তুমি আমার সবকিছুর বের্লি,
মনের মাঝে তুমি ছিলে, আছো এবং থাকবে নিরন্তরেলি।

শানু - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য