নীরব রাত, চাঁদের আলো,
মনের কোণে জাগে কত জিজ্ঞাসা,
সেও কি আমার মতো এত কথা বলে?

হৃদয় কাঁপে, বুকটা ধড়ফড়ে,
স্মৃতির পাতায় ভেসে ওঠে তার মুখ,
বলে ভালোবাসি?

তার চোখের জ্যোৎস্না, হাসির ঝলকানি,
মনে পড়ে তার কথা, তার ভাব,
সেও কি আমার মতো এত কথা বলে?

দূর নীলাকাশে তারার ঝিলিক,
মনে হয় যেন সে আমাকে ডাকছে,
বলে ভালোবাসি?

চাঁদের আলোয় ভেজা রাত,
মনটা হারিয়ে যায় তার কথা ভেবে,
সেও কি আমার মতো এত কথা বলে?

জানি না উত্তর, জানি না তার মন,
শুধু মনে হয়, হয়তো সেও ভাবে,
বলে ভালোবাসি?

সেও কি আমার মতো এত কথা বলে? - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য