সোবান পাগলার বাৎসরিক ওরশে
দেখি প্রথম তারে।
সে কি চাহুনি মুগ্ধ কবি।

কাজল চোখের মেয়ে!
মুখে মুচকি হাসি,
হাতে বালা, গলায় মালা
কানে ঝুমকো দুল
তা দেখে পাগল কবি কুল।

কূল বিনাশী, মায়া ভরা হরিণী
হরণ টানা চোখ।।
সেই চোখের ছবি,বসে আঁকি নির্জনে।

কূল বিনাশী, মায়া ভরা হরিণী
হরণ টানা চোখ।।
তোমায় না দেখলে মনে লাগে দুখ।

সে কি চাহুনি - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
২৫ শে জানুয়ারি ২০২৪।