মিথ্যে হলেও চাই কেউ ভালোবাসুক,
একবার বলুক ভালোবাসি।
বিধ্বস্ত মন নিয়ে আর পারছি না ফিরে যাওয়া,
হৃদয়ে দুঃখ তুলতে তুলতে ক্লান্ত আমি।

কাঁদতে চাই আকাশের কোলে,
শূন্যতা নিয়ে আজ ভোলে।
ভালোবাসায় কত মিথ্যা, কত সত্যা,
জানতে চাই না, বুঝতে চাই না।

একটি হাসি, একটি চোখের ঝলক,
দিলে মনের কথা, বাঁধা হারালো বলক।
মিথ্যে হলেও চাই, একবার ভালোবাসি বলো,
কতো যন্ত্রণা, কতো আশা নিয়ে দেখো।

মিথ্যা ভালোবাসা হলেও আমি কাঁদবো না,
মিথ্যে হাসি, মিথ্যে আঁখি বন্ধ করবো না।
ভালোবাসা হোক মিথ্যা, তবে এটা আমার,
বিধ্বস্ত মন থেকে ভালোবাসা হারাবো না।

মিথ্যে করেই বল ভালোবাসি - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য