যে ডাকে না সারাদিনে একবার
তার ডাকেই ফিরি বারবার;
তার চৌকাঠে, আঙিনায়
মন শুধু বাঁধা পড়ে থাকে।

মন পোড়ে, ছাই হয়ে যায়
ভালবাসা জমা রয়ে যায়;
সেই ভালবাসা তাকে দিয়ে যাই
যদি সে আমাকে মনে রাখে!

আমি ভাসব, ফিরে আসবোই
ফিরিয়ে দেবো সব সুখ,
তোর হাসি মুখ আঁকবো আমি
মনের জানলা জুড়ে।

সারাদিনে একবার - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য