আমার কিন্তু আঁধার ভালো লাগে,
সেই আঁধারেই দুঃখ গুনি,
একাকিত্বে বুনে যাই
আমার অগোছালো সুখের গল্প।

আলোয় তো সবাই হাসে,
আমার হাসি গোপনে মরে যায়,
আঁধার এসে জড়িয়ে ধরে,
সে-ই আমার আপন ছায়া।

দুঃখগুলো মেলে ধরে
রাতের অজানা ভাষায়,
তারা ডেকে বলে—
“তুমি তো আমাদেরই, এটাই তো সুর”।

আমার দুঃখবিলাসের সুরে
নিভে আসে সব শব্দহীন আর্তনাদ,
আঁধার গায় লালিত কবিতা,
আমি তাতে গলে যাই।

আমার কিন্তু আঁধার ভালো লাগে,
তাতে মেলে বেঁচে থাকার শিকড়,
দুঃখের ঝরা পাতায় গড়ে তুলি
নির্জন এক স্বপ্নলোক।

উৎসর্গ : সামিয়া ফারুক। যত্নে থেকো! স্বাধের নারী মায়াবতী।
খুঁজে ফিরো অস্তিত্বের স্মৃতি।

দুঃখবিলাস - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য