চারদিকে হচ্ছে টা কি,
স্বাধীন দেশ আমার তবুও পরাধীন;
ঘুম নেই সারা রাত,
শান্তির ঘুম কি ঘুমাবো না?
ভোর কি হবে না?
শুনবো না স্বৈরাচার সরকারের পতন হয়েছে,
আর কত প্রাণ দিতে হবে তার জন্য,
কত সময় অপেক্ষায় কাটাতে হবে আমাদের?
শহীদদের রক্তে ভেজা মাটি,
তাদের স্বপ্ন কি হবে পূর্ণ?
দুঃখের সাগরে ভাসা এই জাতি,
কবে জাগ্রত হবে নতুন প্রভাতে?
অন্যায়ের বিরুদ্ধে লড়াই,
শান্তির আশায় আমরা সবাই।
প্রাণের বিনিময়ে স্বাধীনতা,
শুধু কি স্বপ্ন থাকবে এটা?
কত প্রাণ, কত আশা,
কত ব্যথা, কত ভাষা।
শহীদের স্মরণে,
জাগবে কি দেশ, মুছে ফেলবে সব বেদনা?
কতদিন পরে আসবে সেই আলো,
যেখানে ন্যায়ের হবে বিজয়,
অন্যায়ের হবে পরাজয়,
মুক্তি পাবে বন্দি মানুষ, মুক্তি পাবে দেশ।
স্বপ্ন দেখি সেই দিনের,
যখন আমাদের দেশ হবে সত্যিই স্বাধীন,
যেখানে সত্য ও ন্যায়ের হবে স্থান,
স্বৈরাচারের দিন হবে অবসান।
স্বাধীনতার অপেক্ষা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য