বিষন্নতার ছায়ায় ঢেকে যায় দিন,  
তবুও যেন এক অপূর্ব রূপে ভরে ওঠে,  
সেই সুন্দর, অদ্ভুত নীরবতা—  
একাকীত্বের ভেতরেও যেন বয়ে যায়  
আবেগের এক অদৃশ্য ধারা।

কোথাও নেই কোলাহল, নেই কোন দোলাচল,  
শুধু হৃদয়জুড়ে এক গভীর সুরের মূর্ছনা,  
যেন স্মৃতিরা কাঁদে চোখের জল হয়ে  
অস্পষ্ট স্বপ্নের ছবি আঁকে।  

সেই বিষন্নতা, সেই নির্জনতা—  
তবুও যেন সুন্দর, এক নিখুঁত শৈল্পিক ছোঁয়া,  
যেন অনুভবের এক অন্য রূপ,  
যেখানে নীরবতাই কথা বলে  
অভিমানের রঙে আঁকা এক অদ্ভুত ছবি।  

বিষন্ন সুন্দর, তবুও হয়তো এটাই জীবন,  
যেখানে বিরহে মিশে থাকে ভালোবাসার ছোঁয়া,  
আর একা হয়ে, বিষণ্ন হয়েও  
মানুষ হয়তো খুঁজে পায়  
নিজেকে, নিজের অন্তর্গত আকাশ।  

বিষন্ন সুন্দর - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ।
#কাব্য