ছোটখাটো ভুল গুলো
রোজ ই ঘটে জীবনে,
সবকিছু ভুলে গিয়ে
কাজ সারি একমনে।
ভুল বাড়ে অভ্যাসে
নিয়মিত ঠাঁই যার,
যতো ভাবি ঠিক আছে;
ভুল বেড়ে একসার।
তাই বলি চলো ভুলি
ছোটখাটো ভুল গুলো,
সবে মিলে খুশি খুশি
নতুন সেই দোর খুলো।
রোজ ই হয় কত ভুল - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য