স্বপ্নের কাননে দেখি তোমায়,
হৃদয়ের পানে বসিয়ে ধরি তোমায়।
ভালোবাসা আমার কোন বক্তব্য নয়,
তা এক মধুর স্বপ্ন,নয়নভরা হয়।
তোমাকে দেখি আমি চাঁদের মতন,
আমার জীবনের সেরা উপহার তুমি আনন্দের ধরা।
বলবো কি করে আমি, ভালোবাসি তোমায়,
আমার এই ভালোবাসা অমূল্য রত্ন।
তোমাকে দিতে চাই আমি জীবনের সব ভালোবাসা,
তুমি হও আমার, আমি হবো তোমার, এমনি একটি আশা।
হৃদয়ের নিবেদন - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য