তোর চোখের জলে ভাসে না কি,
দুঃখ-শোকের বন্যা প্রস্তুতি।
মনের জন্য কড়া হয়ে আসে,
সমস্ত ভালোবাসার মুখোমুখি।
তোর কথা বলতে গিয়ে ভুলে,
জীবনের সব কষ্টের গান।
একা একা ভাবতে বসে,
জীবনের একাকী প্রস্থান।
তোমার হাসির মতন সেই জন,
সবকিছু ভুলে যায় পাগল।
তবু তোর অভাবে তাকে,
হয়তো বয়ে যায় ব্যাঘাত।
হৃদয়ের মধ্যে রেখে গেলে,
তোর কথা, তোর হাসি, তোর গান।
সব কিছুতেই দেখি তোর ছায়া,
এই জীবনের সব অধিকার।
হৃদয়ের আস্তানা - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য