প্রেমের কবি আজ প্রেম ছেড়ে হয়েছে বিপ্লবী,  
বিদ্রোহী হ্যাঁ, বিদ্রোহী,  
যুদ্ধ হবে, জয় হবে,  
স্বৈরাচারের পতন হবে।  

প্রেমের কবি দ্রোহের কবি,  
আজ সে হয়েছে বিপ্লবী,  
নতুন সূর্য উদিত হবে,  
স্বাধীনতার পথ গড়ে দেবে।  

ভালোবাসার গান থেমে গেছে,  
এখন শোনা যায় শুধু লড়াইয়ের সুর,  
জনতার কণ্ঠে ধ্বনিত হবে,  
বিপ্লবীর অমর পুরস্কার।  

প্রেমের কবি দ্রোহের কবি,  
এখন বিপ্লবীর নতুন রূপ,  
অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছে,  
জেগেছে মুক্তির আকাঙ্ক্ষা।

প্রেম থেকে বিপ্লব - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য