তোর শহীদ মিনার ভরে রক্তফুলের গন্ধ,
শিশুর কান্না মিশে গেছে পতাকার বন্দী সীমানায়।
তুই ইতিহাস লিখিস তোর সুবিধেমতো,
আমরা লিখি শরীরের ক্ষত, বোনের ছেঁড়া জামায়।
তোর শাসন কি তবে রক্তপিপাসু বাঘ?
যার থাবায় বিকৃত লালসার আঁচড়?
যে ফুল কুড়াতে গিয়েছিল প্রভাতের শিশিরে,
তারই দেহ ভেঙে দিলি নরকের নিঃশ্বাসে?
আমরা কি শুধু শ্রদ্ধার পুষ্প দেবো?
না, এবার প্রতিরোধের বজ্র হাঁকবো!
আমাদের ভাষা, আমাদের জমিন,
আমাদের মা-বোনের ইজ্জত—
তোর নোংরা হাত ছিঁড়ে নিবো,
আগুন হয়ে জ্বলে উঠবো!
ওরা শিশুদের কাঁদাতে জানে,
আমরা বিদ্রোহে জ্বলে উঠতে জানি।
ওদের শাসন ধ্বংস হবে,
ধর্ষকের বিচার হবে,
এ মাটি ন্যায় ফিরে পাবে,
আর নয়, আর নয়, আর নয়!
রক্তফুলের বিদ্রোহ - মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য